রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী সাইফুদ্দিন ইয়াহিয়াসহ গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী রবিবার রাজশাহী বিভাগের চার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রশিবির।
বৃহস্পতিবার বিকেলে রাবি শিবিরের প্রচার সম্পাদক মহসিন আলম এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে উল্লেখ করা হয়, রাজশাহী, নাটোর, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জের চারজেলার দায়িত্বশীলদের এক সংক্ষিপ্ত সমাবেশে আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে শুক্রবার বিক্ষোভ পালন করা হবে।
তবে আগামী শনিবারের মধ্যে আটককৃতদের মুক্তি দেওয়া না হলে রবিবার রাজশাহী, নাটোর, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালন করা হবে বলেও উল্লেখ করা হয় খবর বিজ্ঞপ্তিতে।