সংসদের চলতি অধিবেশনেই দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশোধনী আইন পাস হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।দুদক আইন পাস চলতি সংসদেই: আইনমন্ত্রী
আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। ফাইল ছবি
মঙ্গলবার সকালে রাজধানীর বেইলি রোডে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “দুদক আইনটি আরেকটু সময়োপযোগী করার জন্য পরিবর্তন আনা হচ্ছে।”
আইনে যেসব বিধান রয়েছে তা মেনে কাজ করলে দুদক স্বাধীনভাবে কাজ করতে পারবে বলে জানান তিনি।
সাত দিনব্যাপী এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক চেয়ারম্যান বদিউজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীর।
অনুষ্ঠানে বক্তারা অপরাধ, জঙ্গিবাদ ও দুর্নীতি দমনে অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্বের কথা তুলে ধরেন। বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা কর্মশালায় অংশ নেন।