কণ্ঠ জালিয়াতির অভিযোগে গত রোববার শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। গতকাল সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পাপিয়া সাংবাদিকদের এ তথ্য জানান।
পাপিয়া বলেন, যুক্তরাষ্ট্রের ওয়ারে মিসিগান সিটিতে বসবাসকারী মো. নাজমূল হক হেলাল আমার কন্ঠ জালিয়াতির মাধ্যমে কথোপকথন ধারণ করে তৈরি করা অডিও ক্লিপটি তার ফেসবুক একাউন্টে আপলোড করে শেয়ার করেছে। এতে আমার সম্মানহানি হয়েছে। এ ঘটনা পুলিশকে জানিয়ে জিডি করেছি। উল্লেখ্য, পাপিয়ার একটি অডিও কথোপকথন সম্প্রতি বিভিন্ন সামাজিক ওয়েবসাইটে ছড়িয়ে পড়ে। যেখানে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করা হয়।
এরপর পাপিয়ার বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদল ৬ সেপ্টেম্বর মিছিল-সমাবেশ করে। দলের মধ্যেও তিনি চরম কোণঠাসা হয়ে পড়েন। দলের সব নেতাকর্মীরা আগের মতো পাপিয়াকে গ্রহণ করতে চায় না। এতে তিনি নানা সমস্যায় ভুগছেন।