সাঈদীর রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু

0
135
Print Friendly, PDF & Email

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর দেয়া মৃত্যুদণ্ডাদেশ রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে।

সাঈদীর পক্ষে সময়ের আবেদন নাকচ করে দিয়ে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ বিচারকের বেঞ্চ মঙ্গলবার শুনানি শুরুর আদেশ দেয়।

আদালত শুনানি শুরুর আদেশ দেয়ার পর রাজ্জাক যুক্তি উপস্থাপন শুরু করেন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে আছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও মো. মমতাজউদ্দিন ফকির।

মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পরে রায়ের বিরুদ্ধে ২৮ মার্চ সাঈদী ও রাষ্ট্রপক্ষ পৃথক আপিল করে।

একাত্তরে গণহত্যা, হত্যা ও ধর্ষণের মতো আটটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুইটি অভিযোগে সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়।

সাঈদীর বিরুদ্ধে গঠন করা অভিযোগে একাত্তরে তিন হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, নয় জনেরও বেশি নারীকে ধর্ষণ, বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, ভাঙচুর এবং ১শ থেকে ১৫০ জন হিন্দু ধর্মাবলম্বীকে ধর্মান্তরে বাধ্য করার মতো ২০টি অভিযোগ আনা হয়।

এগুলোর মধ্যে সন্দেহাতীতভাবে ৮টি অভিযোগ প্রমাণিত হওয়ায় সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল-১। এর মধ্যে ৮ ও ১০ নম্বর অভিযোগে সাঈদীর মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়। এছাড়া ৬, ৭, ১১, ১৪, ১৬ ও ১৯ নম্বর অভিযোগ প্রমাণিত হলেও এগুলোতে কোনো সাজার কথা বলা হয়নি। এসব অভিযোগে সাঈদীকে সাজা দেয়ার দাবিতে রাষ্ট্রপক্ষ থেকে আপিল করা হয়। অন্যদিকে সাঈদীকে খালাস চেয়ে আপিল করে আসামিপক্ষ।

শেয়ার করুন