নগরীর চন্দনপুরা এলাকায় শিবিরের কার্যালয়ে অভিযান চালিয়ে ৩৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
সোমবার দিনগত রাত আড়াইটা থেকে ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে চট্টগ্রাম মহানগর (উত্তর) ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ সোহেল ও মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল আমিন রয়েছেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মহিউদ্দিন সেলিম বলেন, ‘রাত আড়াইটার দিকে পুলিশের বেশ কয়েকটি প্লাটুন শিবির কার্যালয় ঘিরে ফেলে। শিবিরের কার্যালয় হিসেবে পরিচিত মেসে তল্লাশি চালিয়ে তাদের আটক করে পুলিশ। এসময় মেস থেকে লিফলেট, বইপত্র, ডায়েরি ও লাঠি উদ্ধার করা হয়েছে।’