পিতার পরিচয়ে প্রধানমন্ত্রী

0
128
Print Friendly, PDF & Email

কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হতে দেয়া হবে না।

সোমবার বিকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে ‘জাতীয় ঐক্যের ডাক’ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি পিতার পরিচয়ে প্রধানমন্ত্রী। তা নাহলে ইউনিয়ন পরিষদের মেম্বারও হতে পারতেন না।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, পূর্বের স্বভাব পরিবর্তন করুন। তা নাহলে কেয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবেন না। চার সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি বিজয়ী হয়নি দাবি করে এ নেতা বলেন, গুলি করে মুসলমান হত্যা এবং ব্যাপক দুর্নীতির ফলাফল হচ্ছে ওই বিজয়।

সভার প্রধান অতিথি বিকল্পধারার প্রেসিডেন্ট এবং সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী সরকারের উদ্দেশে বলেন, সংবিধান সংশোধন করে দায়িত্বপূর্ণ সরকারের অধীনে নির্বাচন দিন। যে নির্বাচন হবে স্বাধীন ও নিরপেক্ষ।

গণফোরামের বরিশাল আঞ্চলিক সভাপতি হিরন কুমার দাস মিঠুর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জেএসডি সভাপতি আসম আবদুর রব, বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

শেয়ার করুন