চীনে টাইফুন উসাগির আঘাতে নিহত ২৫

0
151
Print Friendly, PDF & Email

চীনে টাইফুন উসাগির আঘাতে অন্তত ২৫ জন নিহতের ঘটনা ঘটেছে। দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে এই টাইফুন আঘাত হানে বলে সোমবার প্রকাশ করা এক খবরে জানায় বিবিসি অনলাইন।

টাইফুন আঘাতে পুরো এলাকা বিধ্বস্ত হয়ে গেছে। ঘণ্টায় ১১০ মাইল বেগে অনেক জায়গায় বাতাস প্রবাহিত হয়েছে। ঝোড়ো বাতাসের কারণে অনেক গাছপালা উপড়ে গেছে। গাছ আর বিধ্বস্ত গাড়িতে অনেক সড়ক বন্ধ হয়ে গেছে।

গুয়াংঝউ ও বেইজিং-এর মধ্যকার অনেক রেল চলাচল স্থগিত করা হয়েছে। সেইসাথে গুয়াংঝউয়ের পাশাপাশি শেনজেন এবং হংকং-এর মধ্যকার প্লেনের ফ্লাইটও বাতিল করা হয়।

এদিকে চীনের ফুজিয়ান প্রদেশে অন্তত ৮০ হাজার লোকের নিরাপত্তার জন্য দেশটির সরকার সেখানে ৫০ হাজান ত্রাণকর্মী নিয়োজিত করেছে। গুয়াংডং ও ফুজিয়ান প্রদেশের অনেক এলাকায় বিদ্যুৎসংযোগ কেটে গেছে।

হংকং অঞ্চলেও এই ঝড় আঘাত হানার আশঙ্কা দেখা দেওয়ায় সোমবার সকাল থেকেই হংকং নদী বন্দর বন্ধ রয়েছে। যদিও আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে হংকং-এ উসাগি আঘাত হানবে না।

সাউথ চাউয়া মর্নিং পোস্ট জানিয়েছে, উসাগি আঘাত হানা অঞ্চলগুলোর অনেক জায়গায় বন্যা দেখা দিয়েছে।

শেয়ার করুন