নিউমার্কেটে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ

0
147
Print Friendly, PDF & Email

রাজধানীর নিউমার্কেটে জামায়াত-শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের  ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন কর্মীকে আটক করা হয়।

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাউছিয়া মার্কেটের সামনে থেকে মিছিল বের করে জামায়াত শিবির।

সোমবার দুপুর সোয়া ২টার পর এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাউছিয়া মার্কেটের সামনে থেকে মিছিলটি বের হয়ে একটু সামনে গেলেই সেখানে টহলরত পুলিশ তাদের বাধা দেয়। এতে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় জামায়াত শিবিরকর্মীরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও ফাঁকা গুলি করে।অভিযান চালিয়ে তিন জামায়াত-শিবির কর্মীকে আটক করে।

জামায়াতের মিছিলে নেতৃত্ব দেন, ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূইয়া ও শিবির নেতা মোবারক হোসেন। কয়েক’শ কর্মী মিছিলে অংশ নেয়।

প্রসঙ্গত: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লাসহ বিভিন্ন মামলায় আটক থাকা সব নেতার মুক্তির দাবিতে বুধ ও বৃহস্পতিবার হরতালের পর সোমবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় জামায়াত-শিবির।

শেয়ার করুন