কতিপয় রাজনৈতিক নেতাদের মুখের বিষ সংলাপের পরিবেশ নষ্ট করছে বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার ফেনী সরকারি কলেজে মাস্টার্স কোর্স চালু ও বার্ষিক অভিভাবক সমাবেশে এ কথা বলেন তিনি।
আমাদের দেশে সংলাপের পরিবেশ সুখকর নয়। সদিচ্ছা, আন্তরিকতা না থাকলে লোক দেখানো সংলাপে কোনো লাভ নেই। সংলাপ করতে হলে অন্তরটা পরিষ্কার করতে হবে। শর্ত দিয়ে কোনো সংলাপ হয় না বলে জানান মন্ত্রী। আমরা একদলীয় নির্বাচন করতে চাই না। বিরোধীদলসহ সকল নিবন্ধনভুক্ত দলের অংশগ্রহণে নির্বাচন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ফেনী জেলা প্রশাসক হুমায়ুন কবির খোন্দকার, পুলিশ সুপার পরিতোষ ঘোষ, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌর মেয়র নিজাম উদ্দিন হাজারী ও ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ উৎপল কান্তি বৈদ্য প্রমুখ উপস্থিত ছিলেন।







