গোল বন্যায় ভাসিয়েছে বার্সা

0
238
Print Friendly, PDF & Email

স্পানিশ প্রিমিয়ার ডিভিশনে রায়ো ভেলেকানোকে গোল বন্যায় ভাসিয়েছে স্পানিশ জায়ান্ট বার্সেলোনা। শনিবার রাতের খেলায় বার্সেলোনার জয়ের নায়ক মেসি বা নেইমার নন।

এদিন মাঠের পুরো আলো কেড়ে নিয়েছেন ২৬ বছর বয়সী স্পেন জাতীয় দলের অগ্রভাগের খেলোয়াড় পেদ্রো রদ্রিগেজ। অসাধারণ নৈপুণ্য দেখিয়ে তিনি তিনবার প্রতিপক্ষের গোলরক্ষককে বোকা বানিয়েছেন। পেদ্রোর হ্যাটট্রিকের সুবাদে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় পায় বার্সেলোনা।

খেলার ৩৬, ৪৭ এবং ৭৩ মিনিটে গোল করেন রদ্রিগেজ। প্রেদ্রোর তিনটি গোলের মধ্যে দুটি গোলের কারিগর আর্জেন্টাইন অগ্রভাগের খেলোয়ার মেসি এবং ব্রাজিলিয়ান নেইমার।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বার্সা। জবাবে একদম খারাপ খেলেনি রায়ো ভেলেকানোকে। ম্যাচের ৫৪% বল নিজেদের দখলে রেখে বার্সেলোনার সাথে বুক চিতিয়ে লড়াই করেছে তারা। বারবার আক্রমণ করেও বার্সার গোলরক্ষক ভ্যালদেজের দক্ষতায় কাঙ্খিত গোলের দেখা পায়নি দলটি।

অন্যদিকে বার্সা প্রথমার্ধে দুটি এবং শেষার্ধে দুটি গোল আদায় করে নেয়। পেদ্রোর হ্যটট্রিকের পাশাপাশি ৮১ মিনিটে বার্সেলোনার পক্ষে রায়ো ভেলেকানোর কফিনে শেষ পেরেকটি ঠুকিয়ে দেন বার্সার মাঝ মাঠের খেলোয়ার চেজ ফেব্রিগেজ।

শেয়ার করুন