বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, পাগলা ঘোড়ার সব ইচ্ছা পূরণ হয় না। ইচ্ছা পূরণে শক্তির প্রয়োজন। ইচ্ছা পূরণে যে শক্তি ও সামর্থ প্রয়োজন, তা বর্তমানে বিরোধীদলের নেই।
রোববার সচিবালয়ে নিজ দফতরে আইন শৃঙ্খলা বিষয়ক এক বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বিরোধী দল আন্দোলনের নামে কোনো বিশৃঙ্খলা সুষ্টি করলে তা কঠোর হাতে দমন করা হবে। এমন নিদেশনা আইন শৃঙ্খলা বাহিনীকে দেয়া রয়েছে।
সম্প্রতি সারাদেশে রাজনৈতিক হত্যাকাণ্ড আশঙ্কাজনকহারে বেড়েছে এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক হত্যাকাণ্ডে আমরা উৎকণ্ঠিত, তবে এ নিয়ে কোনো উদ্বেগ নেই। এসব হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আর কিছু নয়।
রাজনৈতক হত্যাকাণ্ড বন্ধে প্রশাসনকে সর্বোচ্চ নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী তাদের কাজ করে যাচ্ছে।