কুষ্টিয়ার দৌলতপুরের জামালপুর সীমান্ত থেকে এরশাদ আলী (১৫) নামের এক বাংলাদেশী কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
স্থানীয় বিজিবি ও এলাকাবাসী জানায়, রোববার সকাল ৮টার দিকে সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের হামেদ আলীর ছেলে এরশাদ আলী ১৫৩-৫(এস) সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় মাথাভাংগা নদীর ওপারে ঘাস কাটতে যায়। একপর্যায়ে সে অমীমাংসিত এলাকায় ঢুকে পড়লে ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার নাসিরাপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
এব্যাপারে কুষ্টিয়ার ৩২ রাইফেল ব্যাটালিয়ন অধীনস্থ জামালপুর বিজিবি ক্যাম্পের অধিনায়ক নায়েক সুবেদার আব্দুল মালেক জানান, এরশাদকে আটকের প্রতিবাদ জানিয়ে ও তাকে ফেরত চেয়ে বিএসএফকে পত্র দেয়া হয়েছে। তবে বিএসএফ পত্রের উত্তর দেয়নি।