আগামী ৩১ জানুয়ারির মধ্যে ১৩ দফা দাবি না মানলে এবং প্রস্তাবিত কওমী মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত থেকে সরকার সরে না এলে সচিবালয় ঘেরাও করবে হেফাজতে ইসলাম।
আজ শনিবার চট্টগ্রামের ফটিকছড়ি বাবুনগর মাদ্রাসায় অনুষ্ঠিত ওলামা মাশায়েখ সম্মেলনে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক। সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কওমী মাদ্রাসাভিত্তিক প্রায় ৪ হাজার আলেম ওলামা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন হেফাজতের আমীর আল্লামা শাহ আহমদ শফী।