টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, টেসলার স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম গাড়ির ৯০ ভাগ নিয়ন্ত্রণ কম্পিউটারাইজড পদ্ধতিতে হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজস্ব প্রযুক্তিতে গাড়ি তৈরি করবে টেসলা। স্বয়ংক্রিয় গাড়ি সচরাচর মানুষ যে ভুল করে সেগুলো থেকে মুক্ত হবে। গাড়িগুলো স্বয়ংক্রিয়ভাবে রাস্তার ট্রাফিক সিগনাল বুঝতে পারবে ও সে অনুযায়ী চলবে।
তবে মাস্ক জানিয়েছেন, সম্পূর্ণ চালকহীন গাড়ি বানাতে আরও সময় লাগবে।
এর আগে জার্মান গাড়ি নির্মাতা ডাইমলার ও জাপানের গাড়ি নির্মাতা নিসান আগামী এক দশকের মধ্যে চালকহীন গাড়ি নিয়ে আসার কথা জানিয়েছে।
মাস্কের এ ঘোষণা অন্যান্য গাড়িনির্মাতাদের চালকবিহীন গাড়ি বাজারে ছাড়ার ঘোষণার তুলনায় বেশ অগ্রসর। প্রযুক্তি বিশেষজ্ঞরা জানিয়েছেন, চালকবিহীন স্বয়ংক্রিয় ড্রাইভিং পদ্ধতির গাড়ি বাজারে আনতে অন্তত ১০ থেকে ১৫ বছর সময় লাগতে পারে।
ইউরোপিয়ান ইউনিয়ন সম্প্রতি নতুন এক আইন জারি করেছে, তাতে ইউরোপের রাস্তায় গাড়ি চালাতে চালকের নিয়ন্ত্রণ বাধ্যতামূলক করা হয়েছে।











