হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমদ শফীর দেওয়া ‘তেঁতুল তত্ত্ব’ এর প্রতিবাদে রাজধানীতে শ্র্রমিক সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শনিবার দুপুর ২টায় সোহরাওয়ার্দি উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। শ্রমিক সমাবেশে প্রধান অতিথি থাকবেন নৌ-মন্ত্রী শাজাহান খান। উপস্থিত থাকবেন শ্রমিক নেত্রী শিরিন আক্তার, নাজমা আক্তারসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।
এরইমধ্যে সমাবেশের মঞ্চ নির্মাণ থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানা গেছে সমাবেশের আয়োজকদের কাছ থেকে।
আর সমাবেশে লাখো শ্রমিক যোগ দেবে এমনটাই জানিয়েছেন রেডিমেড গার্মেন্ট ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি লাভলি ইয়াসমিন।
লাভলি ইয়াসমীন বাংলানিউজকে বলেন, ‘আমাদের দেশের বর্তমান অর্থনীতি দাঁড়িয়ে আছে পোশাক শিল্পের ৪০ লাখ শ্রমিকের ওপর। তার মধ্যে ৮০ ভাগই নারী শ্রমিক। আর আল্লামা শফি নারীদের তেঁতুলের সঙ্গে তুলনা করেন। এর মাধ্যমে নারী জাতিকে যতটা না অপমান করা হয়েছে তার থেকে বেশি ছোট করা হয়েছে পুরুষদের। তার প্রতিবাদ করা হবে আজকের লাখো শ্রমিক সমাবেশের মাধ্যমে।’
শ্রমিক সমাবেশের অন্যতম আয়োজক রেডিমেড গার্মেন্ট ওয়ার্কার্স ফেডারেশন থেকে জানা গেছে, আজকের সমাবেশে মাওলানা শফির বক্তব্যের প্রতিবাদ ছাড়াও শ্রমিকদের ন্যূনতম মজুরি, শ্রমিক অধিকারসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।