জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ শেষ করার ব্যাপারে দৃঢ় প্রতীজ্ঞ তার বড় মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। কাতারভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন আল-জাজিরায় দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি। প্রখ্যাত বৃটিশ সাংবাদিক ডেভিড ফ্রস্ট ‘স্বাধীনতার জনক বঙ্গবন্ধু’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্রের কাজ করতে এই বছর বাংলাদেশ সফরে এসে তার এই সাক্ষাৎকার নেন।সাক্ষাৎকারের এক পর্যায়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, বাবার অসমান্ত কাজ আমাকে শেষ করতেই হবে। এসময় তিনি বলেন, “৭৫ সালে আমি আমার প্রিয় স্বজনদের হারিয়েছি। ২০০৪ সালে আমাকে হত্যার চেষ্টা হয়েছে। তারা ভেবেছিল আমাকে হত্যা করতে পারলে আমার কণ্ঠ রোধ করা যাবে। শেখ হাসিনা বলেন, জনগণের জন্য উৎসর্গকৃত আমার বাবার জীবন আমি জানি। আমিও প্রস্তুত রয়েছি তাদের জন্য জীবন উৎসর্গ করতে। কারণ, আমার বাবার অসমাপ্ত কাজ আমাকে শেষ করতেই হবে।
ডেভিড ফ্রস্ট গত ৩১আগস্ট মারা যাওয়ার পর আল-জাজিরা ‘দ্র ফ্রস্ট ইন্টারভউ’ নামে তার কিছু কাজ সম্প্রচারের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে শুক্রবার রাতে আল-জাজিরা এই প্রামাণ্যচিত্রটি প্রচার করেছে।