দৌলতপুরে বিএসএফের হাতে আটক ২ বাংলাদেশিকে জেলে প্রেরণ

0
120
Print Friendly, PDF & Email

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের হাতে আটক দুই বাংলাদেশি নাগরিককে ভারতের জেলহাজতে ‍পাঠানো হয়েছে।

শনিবার দুপুরে তাদের ভারতের বহরমপুর জেলহাজতে পাঠানো হয়।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্ত এলাকা থেকে হীরা (৩২) ও আল্টু (৪২) নামে ওই দুই বাংলাদেশিকে মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার সরকার পাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা আটক করে।

৩২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আরমান হোসেন বাংলানিউজকে জানান, আটক দুই বাংলাদেশিকে ফেরত চেয়ে বিএসফের কাছে চিঠি পাঠানোর ফলে শনিবার সকাল ১০টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএসএফ জানিয়েছে, আটকদের শুক্রবার রাতেই জলঙ্গী থানা পুলিশে সোপর্দ করা হলে পুলিশ শনিবার তাদের বহরমপুর জেলহাজতে পাঠায়।

দৌলতপুর চল্লিশপাড়া সীমান্তের ৮৫-১০ (আর) সীমান্ত পিলারের কাছে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রামকৃষ্ণপুর বিওপির অধিনায়ক নায়েক সুবেদার শাজাহান আলী। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন মুর্শিদাবাদের সরকার পাড়া বিএসএফ ক্যাম্পের অধিনায়ক ইন্সপেক্টর স্বপান কুমার দালাল।

শেয়ার করুন