রাজধানীর হাজারীবাগ এলাকায় প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পানিতে ডুবে দুই তরুণের করুণ মৃত্যু হয়েছে। নিহতদের নাম সজল (১৭) ও শোভন (১৮)।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টায় হাজারীবাগ জাউচর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রতিবেশি রবিন জানান, সামনেই দূর্গা পূজা তাই মন্দির ফাঁকা করতে কালী প্রতীমার বিসর্জন দিতে হয়। সন্ধ্যায় জাউচর এলাকায় বুড়িগঙ্গা নদীতে প্রতীমা বিসর্জনে দিতে গিয়ে সজল ও শোভন পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সজল দাশ স্থানীয় মুকলিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। বাবার নাম সুরেণ দাশ।
অন্যদিকে শোভন ইউল্যাব বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্র। তার বাবার নাম বাল্মীকি। হাজারীবাগের গগণতলী এলাকায় তাদের বাসা।