রাজধানীতে ২৪৮ পিস ইয়াবাসহ বেসরকারি টিভি চ্যানেল এসএ টিভির নিউজরুম এডিটর মোহাম্মাদ ফয়সালসহ (৪৫) তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। বৃহস্পতিবার রাত ২টা ৪০ মিনিটে এই তিনজনকে রাজধানীর শাহজাহানপুরের গোল্ডেন ইন্টারন্যাশনাল হোটেলের ষষ্ঠ তলার ৬১১ নম্বর কক্ষ থেকে গ্রেপ্তার করা হয়। পরে সকাল ৭টা ৫০ মিনিটে শাহজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯ (১)-এর ৯ (খ) ধারায় মামলা দায়ের করা হয়। মামলা নং-২১। ফয়সাল ছাড়া গ্রেপ্তারকৃত অপর দুইজন হলেন সোলায়মান (৪০), আব্দুল মান্নান (৪২)। শুক্রবার সকালে শাহজাহানপুর থানা থেকে তিনজনকে কোর্টে পাঠানো হয়েছে।







