এমবিবিএস সনদধারী ১০ ভুয়া চিকিৎসক আটক

0
160
Print Friendly, PDF & Email

চট্টগ্রামে জাল এমবিবিএস সনদধারী ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছ র‌্যাব। অভিযানে অন্তত ১০ ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে এবং দু’জনকে কারাদণ্ডসহ জরিমানা করা হয়েছে।

চিকিৎসা শাস্ত্রের সর্বোচ্চ ডিগ্রি এমবিবিএসসহ অন্যান্য ডিগ্রির বিষয় উল্লেখ করে এসব ব্যক্তি চিকিৎসার নামে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিল বলে অসংখ্য অভিযোগের ভিত্তিতে শনিবার সকাল থেকে চট্টগ্রাম ইপিজেড ও এর আশপাশের এলাকায় শুরু হয় র‌্যাবের এ বিশেষ অভিযান।

এ ধরণের ১০০ জনের একটি তালিকা তৈরি করে এ অভিযান চালায় র‌্যাব। অভিযানে আটক ১০ চিকিৎসকের ২ জনকে এক লাখ টাকা করে জরিমানা সহ দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তবে আটককৃতদের দাবি, বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সনদ নিয়ে চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছেন তারা।

শেয়ার করুন