ন্যূনতম বেতন আট হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ করে রেখেছে পোশাক শ্রমিকরা। আজ (শনিবার) সকাল ৯টার দিকে কালিয়াকৈরের পূর্বাণী গার্মেন্টেসের শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক থেকে শফিপুর পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।
এক পর্যায়ে তারা আশপাশের গার্মেন্টেসের শ্রমিকদের তাদের সঙ্গে যোগ দেয়। এক পর্যায়ে কয়েকশ’ গার্মেন্টস শ্রমিক রাস্তায় নেমে এসে মহাসড়ক অবরোধ করে। যানবাহন চলাচল বন্ধ হওয়ায় সড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
একই দাবিতে বুধবার সকালে গাজীপুরের হোতাপাড়া এলাকার গিভেন্সী, জাহিন টেক্স ও কেসিওপিয়া এ্যাপারেলস নামক কারখানা শ্রমিকরা বিক্ষোভ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠিপেটা ও টিয়ারসেল ছুড়ে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে কারখানাগুলো বুধবারের জন্য ছুটি ঘোষণা করা হয়।