সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসে স্বাক্ষরিত রুশ-মার্কিন চুক্তিকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা একে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
জেনেভা বৈঠকের তৃতীয় দিন শনিবার উভয় দেশ ওই চুক্তিতে পৌঁছায়। এই চুক্তির আওতায় ২০১৪ সালের মাঝামাঝি সময়ের মধ্যে সিরিয়ায় মজুদ থাকা রাসায়নিক অস্ত্র ধ্বংস করা হবে।
প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউস থেকে প্রচারিত এক বিবৃতিতে চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, ‘আন্তর্জাতিক নিয়ন্ত্রণে সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত চুক্তিটি একটি গুরুত্বপূর্ণ ও গঠনমূলক পদক্ষেপ।’
চুক্তির আওতায় সিরিয়াকে এক সপ্তাহের মধ্যে রাসায়নিক অস্ত্রের বিস্তারিত তালিকা জাতিসংঘের কাছে জমা দিতে হবে। এতে ব্যর্থ হলে চুক্তিটির ওপর একটি জাতিসংঘ প্রস্তাব গৃহীত হবে।
ওবামা সিরিয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে ব্যিবস্থা গ্রহণ করবে।









