বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের নামে মাঠ গরম না করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আলোচনায় বসুন।
রোববার দুপুরে কুষ্টিয়ার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় তথ্যমন্ত্রী আরো বলেন, নির্বাচন নিরপেক্ষ করার জন্য নির্দলীয় সরকার একমাত্র শর্ত নয়। বাংলাদেশে ১৯৯০ সালের পরে প্রতিটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু পরাজিত দল সে নির্বাচনের ফল মানেনি, নির্দলীয় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং সংসদকে কার্যকর করতে দেয়নি। এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কুষ্টিয়া জেলা সভাপতি গোলাম মহাসিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মহাজোট নেতারা উপস্থিত ছিলেন।