সুশীল সমাজ বিভ্রান্তি ছড়িয়ে সুবিধা ভোগ করতে চায়: আইন প্রতিমন্ত্রী

0
132
Print Friendly, PDF & Email

আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সংবিধান নিয়ে তথাকথিত সুশীল সমাজ মিথ্যা তথ্য ও ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

রোববার দুপুরে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনির্য়াস মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত ‘আগামী সংসদ নির্বাচন নিয়ে বিএনপির ষড়যন্ত্র, সরকারেরর করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন।

তিনি বলেন, ‘সর্বোচ্চ আদালত যেখানে তত্ত্ববধায়ক নিয়ে রায় দিয়েছে, সেখানে কিছু সুশীল সমাজ ও তথাকথিত বুদ্ধিজীবী বিএনপির সাথে সুর মিলিয়ে কথা বলছে। তারা সংবিধান নিয়ে মিথ্যা তথ্য ও ভুল ব্যাখ্যা দিচ্ছেন। মূলত তারা বিভ্রান্তি ছড়িয়ে সুবিধা ভোগ করতে চায়।’

সংবিধানের বাইরে কোন আলোচনা হবে না জানিয়ে কামরুল ইসলাম বলেন, যারা আলোচনার কথা বলেন তাদের বলছি, সংবিধানের বাইরে কোন আলোচনা হবে না। আলোচনা করতে হলে সংবিধানের মধ্যে থেকেই করতে হবে।

আইনপ্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি ফ্যাসিষ্ট কায়দায় কথা বলছে। তারা বলছে নির্বাচন হতে দেয়া হবে না। তাদের এই ফ্যাসিষ্ট আচরণ দমনে আইন শৃঙ্খলা বাহিনী লাগবে না, আওয়ামী লীগ কর্মীরাই যথেষ্ট। দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিতে না চাইলে আবারো আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য দেশবাসির প্রতি আহবান জানান তিনি।

সংগঠনের উপদেষ্টা ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক হাজী মো: সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন জাসদ নেতা মীর হোসেন আখতার, বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মিজি, আওয়ামী নেতা নাজির মিয়া প্রমুখ।

শেয়ার করুন