রাজশাহীতে শিবির-পুলিশ সংঘর্ষ, আহত ১০

0
151
Print Friendly, PDF & Email

রাজশাহীতে ছাত্রশিবির কর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। তবে এ পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

আজ রবিবার সকাল ১১টার দিকে নগরীর বোয়ালিয়া থানার শালবাগান এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, আজ সকাল ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীতে মিছিল বের করে মহানগর ছাত্রশিবির। নগরীর শালবাগান পাওয়ার হাউস মোড় থেকে মিছিলটি শালবাগান মোড়ের গেলে ওই এলাকার পেট্রোল পাম্পের সামনে পুলিশি বাধার মুখে পড়ে তারা। এ সময় পুলিশ মিছিলকারীদের লক্ষ্য করে কাঁদুনে গ্যাস ছুড়লে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

এসময় শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। জবাবে পুলিশ আরো বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও কাঁদুনে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের রাবার বুলেটে শিবিরের অন্তত  ১০ কর্মী আহত হয়েছেন।

শেয়ার করুন