নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তনে বিশ্বাস করে বিএনপি : ফখরুল

0
130
Print Friendly, PDF & Email

বিরোধী দল রাজনৈতিক সংকট সৃষ্টি করে অগণতান্ত্রিক শক্তির ক্ষমতা দখলের পথ তৈরি করছে- ক্ষমতাসীনদের এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি একটি উদার রাজনৈতিক দল, কোনো সশস্ত্র দল নয়। আমরা নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন চাই। অন্য কোনো পথে নয়। তবে সেই নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য চাই নির্বাচনকালীন নির্দলীয় সরকার পদ্ধতি। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার ষড়যন্ত্র করছে। শনিবার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) গণমাধ্যমের স্বাধীনতা ও মাহমুদুর রহমান শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।
ফখরুল বলেন, জনগণের আশা-আকাক্সক্ষার প্রতি তোয়াক্কা না করে সরকার সংবিধান ও জুজুর ভয় দেখাচ্ছে। আমরা বলতে চাই, সংবিধানের দোহাই দিয়ে লাভ হবে না। এ সংবিধান বাইবেল-কোরআন নয়। জনগণের প্রয়োজনেই সংবিধান, এটা সরকারকে বুঝতে হবে।
নির্বাচন নিয়ে সৃষ্ট সংকট অবসানে আশু সরকারের পদক্ষেপ প্রত্যাশা বরে ফখরুল বলেন, আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, এরপর বোঝা যাবে, সরকার কী করতে চায়। অনেকে বলছে, বিরোধী দল কী করছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, বিরোধী দল যা করা দরকার, তা-ই করছে।
ফেলানী হত্যা মামলায় আসামির মুক্তি পাওয়া প্রসঙ্গে মির্জা আলমগীর বলেন, এ রায়ে সরকার জোরালো অবস্থান গ্রহণ করেনি। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে ফেলানীর পরিবার ন্যায্য বিচার থেকে বঞ্চিত হয়েছে।
তিনি বলেন, এ সরকারের আমলে আমাদের ৪০০-৫০০ নেতাকর্মী নিহত হয়েছেন। ইলিয়াস আলীসহ ৬১ নেতাকর্মী গুম হয়েছেন। বর্তমানে দেশ এক বিশাল সংকটের মধ্যে অবস্থান করছে। সরকার প্রথম থেকে জনগণকে ভুল বুঝিয়ে প্রতারণা করে আসছে।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আমি হাসিনার ভেসকিকে ভয় পাই না, তিনি বড় যুদ্ধাপরাধীদের পাশে রেখে ক্ষুদ্র অপরাধীদের বিচার করছেন।
বিএনপি সমর্থক প্রকৌশলীদের সংগঠন অ্যাবের ওই আলোচনা সভায় সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক প্রকৌশলী আ ন হ আখতার হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অধ্যাপক আসিফ নজরুল, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ড্যাবের মহাসচিব এজেডএম জাহিদ হোসেন, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রধান সেলিম ভুঁইয়া, দ্য ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ কাইয়ুম, অ্যাবের ভারপ্রাপ্ত সদস্য সচিব রিয়াজুল ইসলাম রিজু প্রমুখ।

শেয়ার করুন