মনমোহনের চেয়ে হাসিনা ভালো

0
146
Print Friendly, PDF & Email

অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে মনমোহনের চেয়ে শেখ হাসিনা শ্রেয়তর বলে মন্তব্য করেছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট টিভিআর শ্যানয়। তার এই মন্তব্য ধরে রেডিফ ডট কম নামে ভারতের একটি অনলাইন নিউজ এজেন্সি গত শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ডলারের বিপরীতে রুপির ব্যাপক দরপতন এবং টাকার মান বাড়ার বিষয়টিকেই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী (মনমোহন সিং) মার্কিন ফেডারেল রিজার্ভের ওপর দায় চাপাচ্ছেন। তিনি বলছেন, শুধু রুপি নয়, ইন্দোনেশিয়া,দক্ষিণ আফ্রিকা এমন কি ব্রাজিলের মুদ্রারও দরপতন হচ্ছে। দূরে নয়, ড. মনমোহনের চোখ রাখা উচিত পাশর্্ববর্তী বাংলাদেশের দিকে। প্রতিবেদনে আরও বলা হয়, গতবছরের অক্টোবরে মার্কিন ডলারের বিপরীতে টাকার মান ছিল ৮১ দশমিক ২১ টাকা। চলতি বছরের জুলাইয়ে এটি ৭৭ দশমিক ৭০ টাকা এবং সেপ্টেম্বরে ৭৭ দশমিক ৪৭ টাকায় দাঁড়িয়েছে। প্রান্তিক পর্যায়ের হলেও ডলারের বিপরীতে টাকা ক্রমেই শক্তিশালী হচ্ছে। দুই দেশের জিডিপি প্রবৃদ্ধির তুলনা দিয়ে বলা হয়, বাংলাদেশের যেখানে ৬ দশমিক ১ শতাংশ জিডিপি অর্জন করছে, সেখানে ভারতের জিডিপি হচ্ছে ৪ থেকে সাড়ে ৪ শতাংশ। কর্মসংস্থান সৃষ্টি এবং চলতি হিসাবের ভারসাম্যে বাংলাদেশ ভারতের চেয়ে ভালো অবস্থানে রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে বলা হয়, বাংলাদেশের কারখানাগুলো সচল। সেখানে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। যদিও তার বেশিরভাগই নিম্নমানের কিন্তু এটি দিয়েও তারা পেটে ভাত জোটাতে পারছে। টেকসই জিডিপি এবং টাকার স্থিতিশীলতার ওপর ভিত্তি করে প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অর্থনীতিবিদ প্রধানমন্ত্রীর চেয়ে দক্ষ ব্যবস্থাপক!’

শেয়ার করুন