আজিমপুর গার্লস স্কুল এখন থেকে সরকারি: প্রধানমন্ত্রী

0
118
Print Friendly, PDF & Email

রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজকে সরকারি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আজ আমার আনন্দের দিন। আমার স্কুল আজিমপুর গার্লস স্কুল এখন থেকে সরকারি স্কুল।’ আজ শনিবার আজিমপুর গার্লস স্কুলের মাঠে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় শেখ হাসিনা আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, ‘গত নির্বাচনে নৌকায় ভোট দিয়ে বঞ্চিত হননি। আওয়ামী লীগ নৌকা নিয়ে আসে। আর গোলায় ধান দেয়। কিন্তু বিএনপি ধানের শীষ নিয়ে আসে। দেশে খাদ্যঘাটতি তৈরি করে।’
এ সময় তিনি হাত তুলে এলাকাবাসীর উদ্দেশে বলেন, ‘আপনারা কি দেবেন ভোট?’ তখন ছাত্রীরাও হাত তুলে ‘হ্যাঁ’ জানায়। প্রধানমন্ত্রী বলেন, তাদের অনেকেই ভোটার হয়নি। আগামীতে ভোটার হলে ভোট দেবে।  প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এমন বাংলাদেশ দেখতে চাই যেখানে কেউ অশিক্ষিত থাকবে না। প্রত্যেকে সুশিক্ষায় সুশিক্ষিত হবে। এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রজন্মের পর প্রজন্ম সোনার বাংলা গড়ে তুলবে। ’
প্রধানমন্ত্রীর দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যের বেশির ভাগ অংশ জুড়েই ছিল উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ। তিনি বলেন, সরকার খাদ্য, শিক্ষা, চিকিত্সা থেকে শুরু করে সব ক্ষেত্রে দেশকে উন্নত করেছে।

শেয়ার করুন