বখাটের ইটের আঘাতে কলেজছাত্রীর মৃত্যু

0
127
Print Friendly, PDF & Email

বখাটের ইটের আঘাতে মাথা ও মুখ থেঁতলে যাওয়ার পাঁচ দিন পর ময়মনসিংহের কলেজছাত্রী আফসারি আখতার স্বর্ণা (২১) মারা গেলেন। গতকাল দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান স্বর্ণা। তিনি আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। পারিবারিক সূত্র জানায়, পাঁচ দিন আগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে এক বন্ধুর সঙ্গে বেড়াতে যান স্বর্ণা। এ সময় দীর্ঘদিন ধরে তাকে ত্যক্ত-বিরক্ত করে আসা বখাটে আবদুস সামাদ রাজুও সেখানে উপস্থিত হয়। তার সঙ্গে ওই দিন কথা বলার জন্য সে স্বর্ণাকে অনুরোধ জানায়। কথা বলার জন্য স্বর্ণা একটু সামনে এগিয়ে যেতেই ইট দিয়ে তার মাথা ও মুখমণ্ডল থেঁতলে দিয়ে পালিয়ে যায় রাজু। নিহত স্বর্ণার ভাই শরীফুল ইসলাম খান জানান, স্বর্ণাকে সঙ্কটাপন্ন অবস্থায় প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং সবশেষে আবারও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বলেন, এ ঘটনায় বখাটে আবদুস সামাদ রাজুকে আসামি করে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন