রোনালদোর হ্যাটট্রিকে পর্তুগালের জয়

0
161
Print Friendly, PDF & Email

রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর নৈপুণ্যে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নর্দান আয়ারল্যান্ডকে ৪-২ গোলে হারিয়েছে পর্তুগাল। আর ক্যারিয়ারে প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে হ্যাটট্রিক করেছেন ক্রিস্টিয়ানো।

আয়ারল্যান্ডের বেলফাস্টে উইন্ডসর পার্কে গত শুক্রবার রাতে  ২১ মিনিটে প্রথম গোল করেছিলেন পর্তুগালের ব্রুনো আলভেস। কিন্তু ৩৬ ও ৫২ মিনিটে গ্যারেথ ম্যাকলে ও জেমি ওয়ার্ডের লক্ষভেদে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ১৫ মিনিটের মধ্যে দুর্দান্ত তিনটি গোল করে দেশকে দারুণ এক জয় উপহার দেন রোনালদো।

দারুণ এই তিনটি গোলের সুবাদে জাতীয় দলের হয়ে ৪৩ গোল করে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রোনালদো। ছাড়িয়ে গেছেন ফুটবল কিংবদন্তি ইউসেবিওকে (৪১ গোল)।

উল্লেখ্য, আট ম্যাচ থেকে ১৭ পয়েন্ট নিয়ে এফ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে পর্তুগাল। নিজেদের মাঠে আগামী অক্টোবরে ইসরায়েল ও লুক্সেমবুর্গের সঙ্গে শেষ দুটো ম্যাচ খেলবে তারা।

শেয়ার করুন