চট্টগ্রামে পাহাড়তলীর ঝাউতলায় রেলের বড়সড় একটি গুদামকে পুরোদস্তুর মার্কেট বানিয়ে ব্যবসা করছেন প্রভাবশালী এক ঠিকাদার। পণ্য রাখার জন্য ইজারা নিয়ে অবৈধ দোকান তুলে বিক্রি ও ভাড়া দিয়ে হাতিয়ে নিচ্ছেন বড় অংকের টাকা। দখল করেছেন গুদামের বাইরের মাঠও।
চার বছর আগে প্রায় ৯ হাজার বর্গফুটের বিশাল এ গুদামটি রেলওয়ে থেকে ইজারা নেন ইজারাদার আবুল মনসুর। শর্তে আছে ইজারদার শুধু নিজের পণ্য রাখার কাজে ব্যবহার করবেন এবং গুদামের কোন পরিবর্তন কিংবা ভাড়া দিতে পারবেন না।কিন্তু গুদামের ভিতরে ৪২ টি দোকান বানিয়ে সেগুলো বেচা-বিক্রিও শুরু করছেন ইজারাদার।বাইরের মাঠেও একই কায়দায় কয়েকটি দোকান বানানো হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক তাফাজ্জল হোসেন বললেন, ইজারা নেয়া গুদামকে মার্কেট বানানোর কোন সুযোগ নেই, এটি বেআইনী। গত বছরের ইজারার ৮ লাখ টাকাও পরিশোধ করেননি ইজারাদার আবুল মনসুর। তারপরও শর্ত ভঙ্গ হয়নি বলে দাবি তার। এ কাজে সরকারদলীয় প্রভাবশালী স্থানীয় এক নেতার যোগসাজসের অভিযোগও উঠেছে।







