শুক্রবার সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, হেফাজতে ইসলামের কর্মসূচিতে যৌথ বাহিনীর গণহত্যা নিয়ে সাংবাদিক সম্মেলনে পুলিশ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে।
“ওই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন না করে হেফাজতের বিরুদ্ধে অসত্য ও বানোয়াট তথ্য প্রচার করে জাতিকে বিভ্রান্ত করার নজির স্থাপন করা হয়েছে।”
গত ৫ মে মতিঝিলে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় ইন্ধনদাতা হিসেবে জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক সাতটি সংগঠনকে চিহ্নিত করে পুলিশ।
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক একেএম শহীদুল হক বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, এই দলগুলো একটি গোষ্ঠীর সঙ্গে জড়িত।
জামায়াতে ইসলামী, নেজামে ইসলাম, খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট ও মুসলিম লীগ ওই তাণ্ডবে জড়িত বলে দাবি করে পুলিশ।
পুলিশের সংবাদ সম্মেলনের পরের দিন ওই দিনের অভিযান নিয়ে বিবৃতিতে হেফাজতে ইসলাম দাবি করেছে, এখনও দেশের বিভিন্ন অঞ্চলে তাদের দেড় হাজার নেতাকর্মী ও সমর্থক চিকিৎসাধীন।
অভিযান নিয়ে পুলিশের পক্ষ থেকে দেয়া বিভিন্ন তথ্যকে মিথ্যা বলেও দাবি করছে হেফাজতে ইসলাম।
বিবৃতিতে তারা বলছে, বায়তুল মোকাররম মসজিদের পাশে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী কোরআন শরিফ পুড়িয়েছে ও মসজিদে আগুন দিয়েছে।
অবশ্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার শুরু থেকেই বলে আসছে, ওই দিন হাজার হাজার কোরআন শরিফ পুড়িয়েছে জামায়াত শিবির ও হেফাজতকর্মীরা। বায়তুল মোকাররমের কার্পেটে আগুন দেয়ার ঘটনাও তারাই ঘটিয়েছে।
আগুনে ওই দিন ৫০ হাজারেরও বেশি বইপত্র পুড়ে যাওয়ার দাবি করেছে বিক্রেতারা।
পুলিশকে উদ্দেশ করে বিবৃতিতে বলা হয়, পুলিশ কোনো দলের ‘ক্যাডার নয়’। তাদের নিরপেক্ষ ভূমিকাই ‘দেশবাসী’ প্রত্যাশা করে।
“এর ব্যত্যয় ঘটলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। যারা গণহত্যায় ইন্ধন যুগিয়েছে, আক্রমণ করেছে, সবাইকে দুনিয়া ও আখিরাতে ভয়াবহ শাস্তির মুখোমুখি হতে হবে।”
হেফাজতে ইসলামের জ্যেষ্ঠ নায়েবে আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, মহাসচিব জুনাইদ বাবুনগরী, নায়েবে আমির শামসুল আলম, শাহ আহমদুল্লাহ আশরাফ, শায়েখ আবদুল মোমেন খলিফায়ে মাদানী, নূর হোসেন কাছেমী প্রমুখের নাম বিবৃতিতে রয়েছে।
১৩ দফা দাবিতে ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচির পর মতিঝিলে অবস্থান নিয়ে আশেপাশের এলাকায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামকর্মীরা। পরে গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনী স্বল্প সময়ের অভিযানে শাপলা চত্বর থেকে হেফাজত কর্মীদের সরিয়ে দেয়।