বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণ আর আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় দেখতে চাই না।
আজ শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর বলেন, অতীতে আওয়ামী লীগের নির্যাতনের শিকার, রক্তপাত যতটুকু না হয়েছে- বিগত সাড়ে চার বছরে জাতীয়তাবাদী দলসহ বিরোধীদলের নেতাকর্মী যত রক্ত দিয়েছে, এতে মনে হয়- সরকারের রক্ত পিপাসা এখনো মিটেনি।
নির্বাচন কমিশনের দুরাবস্থা নিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনকে কিছু বলে লাভ নেই। কেননা, এ কমিশন পুরোপুরি সরকারের নিজ হাতে গড়া। নির্বাচন কমিশন এখনো নির্বাচনের তারিখ ঘোষণা দিচ্ছে না উপর মহলের হুকুমের আশায়। সরকারের হাতে এ কমিশন তফসিল জমা দিয়ে দিয়েছে, কিন্তু এখনি তা প্রকাশ করবে না।
জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. শফিকুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অর্থ সম্পাদক আব্দুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া এমপি, জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কবির মুরাদ, জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান ড. এমতাজ হোসেন, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব আব্দুল্লাহ হিল মাসুদ প্রমুখ।