ইসলামের নামে বিশৃঙ্খলাকারীদের থেকে সজাগ থাকার আহবান প্রধানমন্ত্রীর

0
95
Print Friendly, PDF & Email

শান্তির ধর্ম ইসলামের নাম নিয়ে যারা জঙ্গিবাদ ও সন্ত্রাস করে, তাদেরকে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার সকালে হজ্জ্ব কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সামপ্রদায়িক সম্প্রীতির দেশ, শান্তির দেশ। একটি গোষ্ঠি ধর্মের নামে জঙ্গিবাদ সৃষ্টির চেষ্টা করছে। এদের অপতৎপরতা প্রতিরোধ করতে হবে।

হাজী ক্যাম্পের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ইসলামের প্রচার ও প্রসাও প্রত্যেক উপজেলায় একটি করে উন্নত মসজিদ করে দেয়া হবে। তিনি বলেন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সংস্কারে সৌদি সরকারের সহযোগিতা পেলে প্রত্যেক উপজেলায় উন্নত মসজিদ নির্মাণের কাজটি অনেক সহজ হয়ে যাবে। বর্তমান সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ইসলাম ধর্মের আদর্শ মতেই অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চায় সরকার। তিনি বলেন, সুষ্ঠু ও নিরাপদভাবে হজ্জ্ব পালনে ঢাকা, চট্টগ্রাম, সিলেট থেকে সরাসরি হজ্জ্ব যাত্রী পাঠানোর ব্যবস্থা নিয়েছে সরকার। গত চার বছরে হজ্জ্ব ব্যবস্থাপনায় দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ সেরা হওয়ার স্বীকৃতি পেয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

শেয়ার করুন