সাভারের আশুলিয়ায় বাসের চাপায় এক মোটর শ্রমিক মারা গেছে। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
ট্রাফিক পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় একটি লেগুনা থেমে গিয়ে আবারো হঠাৎ চলতে শুরু করলে হেলপার রাস্তায় পড়ে যায়।
এ সময় একটি দূরপাল্লার বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে আশুলিয়া থানায় নিয়ে যায়। এ দুর্ঘটনার প্রতিবাদে সাধারণ জনতা ফিটনেসবিহীন কিছু লেগুনায় ভাংচুর চালায়।