নারায়ণগঞ্জে পরিবহন সেক্টরে চলছে চাঁদাবাজি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে সর্বত্র চলছে তোলপাড়। জেলার সর্বত্র চলছে সরব সমালোচনা। প্রভাবশালী আ’লীগ নেতা সাবেক এমপি শামীম ওসমান ও তার পরিবারের বাহিনীর ক্যাডারা গত সাড়ে ৪ বছরে এ সেক্টর থেকে প্রায় ২০০ কোটি টাকার চাঁদাবাজী করে বিদেশে পাচার করেছে বলে অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিভিন্ন রুটে চলাচল করা পরিবহন মালিকেরা ইতোমধ্যে চাঁদাবাজীর ব্যাপারে মুখ খুলতে শুরু করেছে। এর মধ্যে বন্ধন পরিবহনের বাস মালিকেরা বলছে গত সাড়ে ৪ বছরে সাবেক এমপি শামীম ওসমানের ছত্রছায়ায় তারই বন্ধু ইব্রাহিম চেঙ্গিস ৭ কোটি ৯লাখ ৫২ হাজার ৫শ টাকা চাঁদা নিয়েছে। আর নসিব পরিবহন কর্তৃপক্ষ বলছে সাড়ে ৪বছরে চাঁদা নিয়েছে ৬ কোটি টাকা।
এ দুটি পরিবহনের বাস মালিকেরা ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছে। অন্যদিকে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামও বেশ আটঘাট বেঁধে মাঠে নেমেছে এ ইস্যুতে। তবে শামীম ওসমান বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে।