সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক বলেন, তত্ত্বাবধায়ক সরকার না হলেও বিএনপি আগামী নির্বাচনে বিপুল ভোটে জিতবে।
আজ বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে তারেক রহমানের ৬ষ্ঠ কারামুক্তি দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ব্যারিস্টার রফিক-উল হক বলেন, বিরোধীদল তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে, সরকার রাজি হচ্ছে না। তত্ত্বাবধায়ক সরকার না হোক, নির্বাচনকালে একটি ‘যৌথ সরকার’ হতে পারে। এই ‘যৌথ সরকার’- সরকারি ও বিরোধীদল উভয় পক্ষের ব্যক্তিদের সমন্বয়ে হবে বলে স্পষ্ট করে তিনি বলেন, এতে দু’পক্ষের ব্যক্তিরাই থাকবেন।
ওবায়দুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অধ্যাপক আ. ফ. ম. ড. ইউসুফ হায়দার, ড. কে এ এম শাহাদাত হোসেন মন্ডল, কামাল উদ্দিন সবুজ, গাজী মাজহারুল আনোয়ার, সৈয়দ আবদাল আহমদ প্রমুখ।