বৃহস্পতিবার রাজধানীর পল্টন কমিউিনিটি সেন্টারে নির্দলীয় সরকারের দাবিতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত সাংস্কৃতিক কর্মসূচি প্রণয়নে এক কর্মীসভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের মধ্যে শহীদ জিয়ার সাংস্কৃতিক আন্দোলন ছড়িয়ে দিতে হবে এবং এর পাশাপাশি অভিযোগকারে তিনি উল্লেখ করেন দেশে এখন সাংস্কৃতিক আগ্রাসন চলছে বলে করেছেন ।
মির্জা ফখরুল বলেন, ‘মহাশক্তির দেশগুলো অন্য দেশে ওপর ঝাঁপিয়ে পড়ছে। আমাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে। কিন্তু একটি মহলের ষড়যন্ত্রে আমাদের সংস্কৃতি দুর্বল হয়ে পড়ছে।