সাড়ে ৩ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চালু

0
295
Print Friendly, PDF & Email

নরসিংদীর স্টেশন মাস্টার নুরুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনটি দৌলতকান্দি এলাকায় পৌঁছালে তিনটি বগি লাইন থেকে বেরিয়ে যায়।

এদিকে বৃষ্টির কারণে দ্বিতীয় লাইনটি বসে যাওয়ায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল চলাচল বন্ধ হয়ে যায়।

দ্বিতীয় লাইন মেরামতের পর বেলা পৌনে ১২টার দিকে ওই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয় বলে স্টেশন মাস্টার জানান।

ভৈরবের স্টেশন মাস্টার অমৃতলাল সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা ও আখাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত কন্টেইনার ক্যারেজগুলো সরিয়ে নিলে অন্য লাইনটিও চালু হয়ে যাবে।

এদিকে লাইন বন্ধ থাকায় চট্টগ্রামগামী মহানগর প্রভাতী নরসিংদীর আমিরগঞ্জে এবং কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর ভৈরব স্টেশনে আটকা পড়ে।

বিকল্প লাইন চালু হলে ট্রেন দুটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে নরসিংদীর স্টেশন মাস্টার নুরুল ইসলাম জানান।

শেয়ার করুন