পদ্মা ও মহানন্দার পানি বিপদসীমার উপর

0
154
Print Friendly, PDF & Email

বুধবার সকালে পদ্মার পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার এবং মহানন্দার পানি বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুখলেসুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় পদ্মা নদীতে পানি ৮ সেন্টিমিটার এবং মহানন্দা নদীতে ১৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

এ দুই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সদর উপজেলার আলাতুলি, শাহজাহানপুর, দেবীনগর, ইসলামপুর ও নারায়ণপুর ও শিবগঞ্জ উপজেলার পাঁকা ও উজিরপুর ইউনিয়নের বেশকিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সমর কুমার জানান, জেলার বিভিন্ন স্থানে প্লাবিত হওয়ায় ছয় হাজার ৮৪৩ হেক্টর জমির আউশ ধান ও ৫৩০ হেক্টর জমির সব্জি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শেয়ার করুন