এমনিতে মাঠের লড়াইয়ে মাদ্রিদবাসীদের কাঁদিয়ে ছাড়েন চার বারের বিশ্বসেরা ফুটবলার মেসি। কিন্তু প্রয়োজনের সময় মাদ্রিদবাসীর পাশে এসে দাঁড়িয়েছেন তিনি।
আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে এক অনুষ্ঠানে মাদ্রিদের প্রতি সমর্থন জানাতে শহরটির সাদা পতাকা হাতে হাজির হয়েছিলেন মেসি।
বুয়েনস আইরেসেই আগামী ৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সিদ্ধান্ত নেবে, কোন শহর পাবে ২০২০ সালের অলিম্পিক আয়োজনের সম্মান।
জাতীয় দলের হয়ে খেলতে এখন আর্জেন্টিনায় আছেন মেসি। অলিম্পিকের আয়োজক হতে মাদ্রিদের খোলা ফেইসবুক পেইজে ২৬ বছর বয়সী এই খেলোয়াড় লিখেছেন, “আমি মাদ্রিদ ২০২০ –এর সঙ্গে আছি।”
৪২তম অলিম্পিক গেমস আয়োজনে মাদ্রিদের প্রতিপক্ষ হচ্ছে টোকিও ও ইস্তানবুল।









