রাবির ভর্তি পরীক্ষা শুরু ১০ নভেম্বর

0
154
Print Friendly, PDF & Email

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১০ নভেম্বর থেকে শুরু হবে। চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আন্ত:বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক আমরা ১০ নভেম্বর ভর্তি পরীক্ষা শুরু করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। আটটি অনুষদের ৪৭ টি বিভাগের এই ভর্তি পরীক্ষা আগের মতই ১৬টি ইউনিটে ভর্তি পরীক্ষা নেয়া হবে। ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা ও অন্যন্য শর্তের তেমন কোন পরিবর্তনও আসছে না। ইউনিট ভিত্তিক পরিক্ষার সময়সূচি পরবর্তি সময়ে জানানো হবে বলে জানান তিনি। অধ্যাপক মিজান আরো বলেন, ‘অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচির সাথে সমন্বয় করে আমরা এই পরীক্ষা ১৪ নভেম্বর শেষ করবো বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি।’
এদিকে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধকার অধ্যাপক নজরুল ইসলাম জানান, ‘আগামী ৮ সেপ্টম্বর ভর্তি পরীক্ষার উপ-কমিটির বৈঠকে এই বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’ তবে ভর্তি পরীক্ষার নিবন্ধন চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টেলিটক মোবাইলের মাধ্যমে শুরু হবে বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন