মার্কিন অর্থনীতিবিদ রোনাল্ড কোয়াশ আর নেই। ব্রিটিশ বংশোদ্ভূত এই অর্থনীতিবিদ শিকাগোতে মারা গিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর।
গতকাল মঙ্গলবার কোয়াশের মৃত্যুর খবর আন্তর্জাতিক গণমাধ্যমে জানায় ইউনিভার্সিটি অব শিকাগো। কোয়াশ ১৯৬০ সালে তার লেখা ‘দ্য প্রবলেম অব সোস্যাল কস্ট’ এবং ১৯৩৭ সালে লেখা ‘দ্য ন্যাচার অব দ্যফার্ম’ নিবন্ধের জন্য বিখ্যাত। ১৯৯১ সালে তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পান।
তিনিই সবপ্রথম দীর্ঘস্থায়ী পণ্যের মূল্য সম্পর্কিত ব্যাখা প্রদান করেন। যে সকল পণ্য দীর্ঘদিন ব্যবহার করা যায় এবং সহজে ফেলে দিতে হয় না। এসব পণ্যের দাম যদি ভোক্তার হাতের নাগালে রাখা যায় তাহলে বিক্রি বাড়বে। এই তত্ত্ব কোয়াশই প্রথম বিশ্ব অর্থনীতির মঞ্চে উপস্থাপন করেন।
রোনাল্ড কোয়াশের শততম জন্মদিনে চীন এবং ভিয়েতনামের অর্থনীতির উপর বিশ্লেষণমূলক বই ‘হাও চায়নাবিকাম ক্যাপিটালিস্ট’ বইটি প্রকাশিত হয়। ২০১২ সালে ইউনিভার্সিটি অব বাফেলো থেকে সন্মানসূচক ডক্টরেট উপাধি লাভ করেন তিনি।