বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বিএনপি এ সরকারের অধীনে নির্বাচনে যাবে না। নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন জনগণ হতে দেবে না।”
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ষষ্ঠ কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ‘অন্ধকার সুড়ঙ্গের’ দিকে ঠেলে দিচ্ছে।
মির্জা ফখরুলের সভাপতিত্বে আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, অধ্যাপক মাহবুবউল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) মহাসচিব শওকত মাহমুদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, কবি আবদুল হাই শিকদার ও ‘বাংলাদেশের অহংকার তারেক রহমান’ গ্রন্থের সম্পাদক ড. কেএমএমএন শাহাদাত হোসেন মণ্ডল বক্তব্য রাখেন।