অগাস্টে রেমিটেন্স কমেছে

0
267
Print Friendly, PDF & Email

চলতি বছরের অগাস্টে দেশে ১০০ কোটি ৮০ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, জুলাই মাসের যার পরিমাণ ছিল ১২৪ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ এন্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান জানান, সৌদি আরবে আকামা (চাকরি) পরিবর্তনের কারণে প্রবাসীদের কিছু অর্থ খরচ হওয়ায় তারা অগাস্ট মাসে কম রেমিটেন্স পাঠিয়েছেন।

এছাড়া বরাবরের মতো এবারো হজকে সামনে রেখে সৌদি আরবের ফুটপাতে দোকান-পাটসহ বিভিন্ন ব্যবসায় অর্থ বিনিয়োগ করেছেন প্রবাসীরা, যার প্রভাব অগাস্টের রেমিটেন্সে পড়ে থাকতে পারে মনে করেন ছাইদুর রহমান।

কেন্দ্রীয় ব্যাংকের এই মহাব্যবস্থাপক বলেন, “তবে কোরবানির ঈদকে সামনে রেখে প্রবাসীরা তাদের পরিবার-পরিজনের কাছে বেশি টাকা পাঠানোয় সেপ্টেম্বর ও অক্টোবর মাসে রেমিটেন্স বাড়বে।”

বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ২০১২-১৩ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা ১ হাজার ৪৬০ কোটি ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের চেয়ে ১২ দশমিক ৬ শতাংশ বেশি।

২০১১-১২ অর্থবছরে ১ হাজার ৮৪০ কোটি ডলারের রেমিটেন্স দেশে আসে।

রেমিটেন্স প্রবাহ কমলেও রপ্তানি আয়ের ইতিবাচক ধারার কারণে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১ হাজার ৬০০ কোটি ডলারের উপরে অবস্থান করছে।

সোমবার দিন শেষে রিজার্ভের পরিমাণ ছিল ১ হাজার ৬২১ কোটি ডলার।

শেয়ার করুন