কিছুদিন আগেই কারিনা ঘোষণা দিয়েছিলেন, স্বামী সাইফ ও তিনি সন্তান নিতে চান না। কিন্তু সোমবার শুট্যিং সেটে কারিনার ফুলে ওঠা উদর দেখে অনেকে চমকে উঠেছেন।
তাহলে কী নিজের কথাই নিজে ভুলে গেলেন পাতৌদির রানি? বিয়ের মাত্র এক বছরের মাথায়ই অন্তস্বত্ত্বা হয়ে পড়লেন!
কিন্তু মূল বিষয় হলো, ইমরান খানের বিপরীতে ‘গোরি তেরি পেয়ার মে’ ছবিতে নাকি কারিনাকে দেখা যাবে অন্তস্বত্ত্বা অবস্থায়। সেজন্যই ছবিটির শুট্যিং সেটে এমন ফোলা উদর নিয়ে ঘুরে বেড়িয়েছেন তিনি।
অভিনেত্রীর ঘনিষ্ট এক সূত্র জানায়, পরিচালক পুনিত মালহোত্রা কারিনা এবং ইমরানকে নিয়ে একটি ভালো ছবি তৈরি করতে যাচ্ছেন। আর সবাই জানে কারিনা তার চরিত্রের জন্য কতটা পরিশ্রম করেন। ফোলা উদরে অভ্যস্ত হওয়ার জন্যই তিনি শুট্যিং সেটে ওভাবে ছিলেন।
গত সপ্তাহেই মুক্তি পেয়েছে কারিনার নতুন ছবি ‘সত্যাগ্রহ’। প্রকাশ ঝা পরিচালিত ছবিটি ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে বক্স অফিসে।