জুনিয়ার স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হচ্ছে আগামী ৪ নভেম্বর। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা যায়।
আরো জানা যায়, ২০১৩ সালের জেএসসি পরীক্ষায় ইংরেজি প্রশ্নপত্র কাঠামোতে পরিবর্তন আনা হয়েছে। ইংরেজি প্রথমপত্রে ৪০ নম্বরের দু’টি অনুচ্ছেদ থাকবে। একটি বইয়ের বাহিরে অন্যটি সিলেবাসের বই থেকে।
এছাড়াও দুই ঘণ্টার পরিবর্তে আড়াই ঘণ্টা হবে চারু-কারুকলা ও শারীরিক শিক্ষা পরীক্ষা।