সাভারের হেমায়েতপুর এলাকার শহীদ রফিক সেতুর (ধল্লা সেতু) টোল প্রত্যাহারের দাবিতে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের পথ আটকে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
আজ মঙ্গলবার সকালে শহীদ-রফিক সেতু পরিদর্শনে এলে মন্ত্রী এ ঘটনার শিকার হন। এ সময় স্থানীয়রা তাকে প্রায় ১৫ মিনিট পথে আটকে দিয়ে শহীদ-রফিক সেতুর টোল মওকুফের জন্য বিক্ষোভ করতে থাকে। মন্ত্রী অনেকটা অবরুদ্ধ হয়ে পড়লে বিষয়টি বিবেচনার আশ্বাস দিলে তারা পথ ছেড়ে দেয়।
এ সময় যোগাগেযাগ মন্ত্রী বলেন, শহীদ-রফিক সেতুর টোল মওকুফের জন্য অর্থমন্ত্রীকে বলা হয়েছিল। তবে অর্থমন্ত্রী তিন চাকার যানবাহনগুলোর টোল মওকুফ করা হয়েছে বলে জানান।
মন্ত্রী আরো বলেন, আসলে যাদের মুরোদ নেই মূলত তারাই আন্দোলনের নামে বেশি হুঙ্কার দেয়। আন্দোলনের নামে বিরোধী দল তাদের নেতাকর্মীদের চাঙা করার একটি কৌশল হিসেবে ব্যবহার করছে। সাড়ে ৪ বছর চলে গেল। তারা মাঝে মাধ্যে কঠোর আন্দোলনের হুঙ্কার দিলেও এগুলো সবই তাদের ফাঁকা বুলি।
পরে তিনি শহিদ-রফিক সেতু ও টোল অফিস পরিদর্শন করেন।







