বর্তমান সংসদ বহাল থাকবে তবে কোনো সংসদ অধিবেশন বসবে না : প্রধানমন্ত্রী

0
140
Print Friendly, PDF & Email

আগামী ২৭ অক্টোবর থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত বর্তমান সংসদ বহাল থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, তবে এই সময় কোনো সংসদ অধিবেশন বসবে না এবং মন্ত্রিসভাও কোনো সিদ্ধান্ত নেবে না।
 
সোমবার সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সাথে আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী এ সময় সচিবদের বিরোধী দলের আন্দোলন এবং জামায়াত ও হেফাজতে ইসলামের ‘অপপ্রচার’ যেন মাঠপর্যায়ে প্রশাসনসহ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন।

বৈঠকের একাধিক সূত্র জানায়, এ সময় প্রধানমন্ত্রী সচিবদের বক্তব্য গুরুত্বসহকারে শুনেন এবং প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের কাজে গতিশীলতা বাড়াতে নির্দেশনা দেন। সভা থেকে প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গে আগামী নির্বাচন নিয়ে তিনি কথা বলেন। সচিবদের মাধ্যমে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সজাগ থাকারও নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।
 
এর আগে ২০১১ সালে উচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পর সংবিধানে এই সংশোধনী আনা হয়।
 
শেখ হাসিনাসহ ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, সংবিধান অনুসারেই দেশ চলবে; আগামী নির্বাচন হবে।
 
সোমবার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া সাংবাদিকদের বলেন, ২৭ অক্টোবর  থেকে ২৪ জানুয়ারি পর্য়ন্ত সংসদ কোনও কার্য়ক্রম চালাবে না। তবে সংসদ থাকবে। মন্ত্রিপরিষদও থাকবে। কিন্তু কোনও নির্বাহী কার্য়ক্রম পরিচালনা করবে না।

শেয়ার করুন