অপকর্ম ঢাকতেই সরকার কর্মজীবী নারীদের বিভ্রান্ত করছে

0
147
Print Friendly, PDF & Email

সাভারের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হেফাজতে ইসলাম সম্পর্কে দেয়া বক্তব্যের নিন্দা সোমবার সংগঠনের নেতারা এক যৌথ বিবৃতি বলেছেন, ‘সরকার পোশাকশিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মজীবী মহিলাদের বিভ্রান্ত করে আলেম- ওলামার মুখোমুখি দাঁড় করাতে চাচ্ছে। হেফাজতে ইসলাম নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের পক্ষে এবং তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় স্বোচ্ছার। গার্মেন্ট শ্রমিক ন্যায্য ও তাদের সর্বনিম্ন মজুরি ৮ হাজার টাকা করার জন্য হেফাজতে ইসলাম দাবি জানিয়ে আসছে। মা বোনদের নিরাপত্তা, অধিকার, মর্যাদা ও মহিলাদের জন্য নিরাপদ ও পৃথক কর্মসংস্থান আমাদের অন্যতম দাবি।’

বিবৃতিতিতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী শালীন পোষাক পড়েন, বিভিন্ন সময় মাথায় পট্টি বাঁধেন, ফটিকছড়ির জনসভায় ঘোমটা পরার দাবিও করলেন, ৫ মে’র আগে বিজাতীয় সংস্কৃতির প্রতিরোধ বিষয়ে হেফাজতের দাবিকে সমর্থন করলেন; তাহলে আল্লামা আহমদ শফী যখন সামাজিক অবক্ষয়রোধ ও জাতীয় মূল্যবোধ বিপর্যয় ঠেকাতে শালীন পোষাকের উপদেশ দেন তাতে তিনি বেজার হবেন কেন?’
মুফতি ওয়াক্কাসের গ্রেফতারে নিন্দা
এদিকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতি মুহাম্মদ ওয়াক্কাসকে গ্রেফতারের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে সংগঠনটি। বিবৃতিতে মুক্তি দাবি বলা হয়েছে, সরকারের নির্দেশে পুলিশ মসজিদে প্রবেশ করে একজন বিজ্ঞ আলেম ও সংসদ সদস্যকে গ্রেফতার করে চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে।  আমরা বাড়াবাড়ি না করার জন্য সরকারকে হুঁশিয়ারি উ”চারণ করছি। আমরা আশা করছি, মুফতি ওয়াক্কাসকে অবিলম্বে মুক্তি দিয়ে সরকার শুভবুদ্ধির পরিচয় দেবে।

শেয়ার করুন